Logo
Logo
×

অর্থনীতি

টানা দুদিন ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের উত্থান

Icon

ইউএনবি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

টানা দুদিন ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের উত্থান

গত সপ্তাহের লাগাতার পতনের পর চলতি সপ্তাহে টানা দুদিন উত্থান দেখল ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজার। সারাদিনের লেনদেন দুই পুঁজিবাজারেই বেড়েছে সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ পয়েন্ট। গতদিন ১৩ পয়েন্ট বৃদ্ধির পর আবারও উত্থানে প্রধান সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫১৪৫ পয়েন্টে।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৩ পয়েন্ট এবং ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৯, কমেছে ১১৩ এবং অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম।

তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানি আছে দরবৃদ্ধির তালিকায়। ‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ১২৩, কমেছে ৬৫ এবং অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে ৪৬ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩০ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ দাম বেড়েছে ৪৭ কোম্পানির, কমেছে ১৮ এবং অপরিবর্তিত আছে ২৪ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন হওয়া ৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯, কমেছে ৬ এবং অপরিবর্তিত আছে ১২ কোম্পানির শেয়ারের দাম। ইস্যুকৃত ৪ করপোরেট বন্ডের মধ্যে অপরিবর্তিত আছে ৩ এবং কমেছে একটির দাম।

সোমবার ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির ২৯ লাখ শেয়ার ১৪ কোটি টাকার ক্রয়-বিক্রয় হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংক ১২ লাখ শেয়ার ৩ কোটি ২৯ লাখ টাকায় বিক্রি করেছে।

সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে সামগ্রিক লেনদেন। সাত কার্যদিবস পর ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে চারশ’ কোটির ঘর। একদিনের ব্যবধানে ডিএসইতে ৪৩১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতদিনের তুলনায় ৫৬ কোটি টাকা বেশি।

বাজার উত্থান প্রসঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, বাজারকে বাজারের গতিতে চলতে দেওয়াই এখন কমিশনের প্রধান লক্ষ্য। একদিন সূচকের ব্যাপক উত্থান হলো, আরেকদিন রীতিমতো ভরাডুবি; এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে থেকে বাজারকে রক্ষা করতে কমিশন কাজ করে যাচ্ছে।

বাজার সংস্কার প্রসঙ্গে রেজাউল বলেন, টাস্কফোর্স পুরোদমে কাজ করছে। টাস্কফোর্সের কাজের সুবিধার্থে ফোকাস গ্রুপ তৈরি করা হয়েছে। বাজারে সমস্যা চিহ্নিত করে সমাধানকল্পে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

দিনের প্রথম ঘণ্টার লেনদেনে সূচক কমলেও সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। লেনদেন শেষে সিএসই'র সার্বিক সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।

লেনদেন হওয়া ২০৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০, কমেছে ৬৯ এবং অপরিবর্তিত আছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম। সারাদিনে মোট ৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে একদিনের লেনদেনে ১০ শতাংশ দরবৃদ্ধি হয়ে শীর্ষে অবস্থান করছে ইনটেক লিমিটেড। অন্যদিকে ৯ দশমিক ৮৯ শতাংশ দর হারিয়ে তলানিতে আছে হামিদ ফেব্রিকস পিএলসি।

ডিএসইতে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিচ্যুয়াল ফান্ড। অন্যদিকে সাড়ে ৬ শতাংশ দাম হারিয়ে তলানিতে পড়েছে মেঘনা সিমেন্ট মিলস।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন