Logo
Logo
×

অর্থনীতি

রেকর্ড ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে ২০২৪ সালে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

রেকর্ড ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে ২০২৪ সালে

দেশে বৈধপথে রেমিট্যান্স প্রবাহের গতি  ২০২৪ সালের শুরু থেকেই বাড়তে থাকে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্ম প্রকাশ করে জুলাইয়ে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছিলেন প্রবাসীরা। ফলে ওই মাসটিতে রেমিট্যান্স প্রবাহ অনেকটাই কমে যায়। তবে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে আবারও হাওয়া লাগে রেমিট্যান্সের পালে। হু হু করে বাড়তে শুরু করে বৈদেশিক মুদ্রার প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২৪ সালে দেশে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে। সদ্যবিদায়ী ২০২৪ সালে (জানুয়ারি-ডিসেম্বর) দেশে বৈধপথে মোট রেমিট্যান্স এসেছে ২৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলার বা দুই হাজার ৬৮৮ কোটি ৮৭ লাখ ডলার। গত বছর (২০২৩ সাল) পুরো সময়ে এসেছিল ২১ দশমিক ৯২ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৯১ কোটি ৬৯ লাখ ডলার। সে হিসাবে ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে রেমিট্যান্স বেড়েছে ৪৯৭ কোটি ডলার।

সদ্যবিদায়ী বছরে জুলাইয়ে সবচেয়ে কম আর বছরের শেষ মাস ডিসেম্বরের দেশের ইতিহাসে রেকর্ড গড়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে প্রায় ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার।

এতদিন একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার তালিকায় শীর্ষে ছিল ২০২০ সালের জুলাই মাস। করোনাকালীন ওই মাসটিতে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। গত জুলাই মাসে রেমিট্যান্স আসে ১৯১ কোটি মার্কিন ডলার। এর আগে সবশেষ একক কোনো মাসে ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বনিম্ন ১৩৩ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন