Logo
Logo
×

অর্থনীতি

বিনিময় হার স্থিতিশীল করতে পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক

Icon

ইউএনবি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

বিনিময় হার স্থিতিশীল করতে পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক

ডলারের চাহিদা বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে সৃষ্ট অস্থিরতার মূল কারণগুলো চিহ্নিত করে সমাধানমূলক ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তারা বলেন, পরিস্থিতি স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

বিনিময় হার নির্ধারণ

রেমিট্যান্স আহরণে প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ১২৩ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রস-কারেন্সি লেনদেনের জন্য, গণনা করা হার এই সীমা অতিক্রম করতে পারবে না।

ডাটা মনিটরিং সিস্টেম

বৃহত্তর স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করে বাজারের তথ্য নিবিড়ভাবে নিরীক্ষণের জন্য একটি ড্যাশবোর্ড চালু করা হয়েছে।

বর্তমান সংকট দূর করা এবং ডলারের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনাইকেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের লক্ষ্য।

কর্মকর্তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংক চলমান ডলারের বাজারে অস্থিরতার জন্য বেশ কয়েকটি আন্তঃসম্পর্কিত কারণকে চিহ্নিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এর একটি বড় কারণ হলো অর্থবছর শেষে ডলারের চাহিদা বেড়ে যাওয়া। ডিসেম্বরে প্রায়ই ঋণ পরিশোধ এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বৃদ্ধি পায়, যা বৈদেশিক মুদ্রার বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

আইএমএফ’র নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক ডলার বিক্রির স্থগিতাদেশ এটিকে আরও জটিল করে তুলেছে। এই সিদ্ধান্তের ফলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ সীমিত হয়েছে। এতেই চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান আরও বেড়েছে।

এছাড়া বাংলাদেশের ক্রেডিট রেটিং নিম্নমানের হওয়ায় বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকিং পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। এটি ইউপিএএস (ইউসেন্স পেয়েবল অ্যাট সাইট) ক্রেডিট লেটার ইস্যু করা, পেমেন্টের পরিপক্কতা স্থগিত করা এবং অফশোর ব্যাংকিং ঋণের প্রবাহ বজায় রাখাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে।

ডিসেম্বরের মধ্যে বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা আরোপের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটি এই অবস্থার আরও অবনতি হয়েছে।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো রেমিট্যান্স আহরণে উপভোক্তাদের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা। তাদের একচেটিয়া চর্চা বিনিময় হারকে অস্থিতিশীল করে তুলেছে, যা চলমান অস্থিরতার জন্য দায়ী।

বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার প্রবাহ ও বহিঃপ্রবাহের অসামঞ্জস্যতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যা ডলারের বাজারে অস্থিতিশীলতা আরও বাড়িয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন