বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে আটকা পড়েছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো, অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শিল্প, কৃষি ও সেবা খাতে শ্রমশক্তির কম উৎপাদন ক্ষমতার কারণে বাংলাদেশ ইতিমধ্যেই মধ্যম আয়ের ফাঁদে আটকা রয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ম্যাগাজিন ডিপ্লোমেট ওয়ার্ল্ড আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন মানেই শাসনব্যবস্থার পরিবর্তন, দেশ যদি এই সংস্কৃতি থেকে বেরিয়ে না আসতে পারে, তাহলে সংস্কার ফলপ্রসূ হবে না। রপ্তানি খাত শুধুমাত্র পোশাকে কেন্দ্রীভূত। টেকসই অর্থনীতির জন্য রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। এজন্য পাট, চামড়া, আইটি খাতে প্রবৃদ্ধি বাড়াতে প্রণোদনা দিতে হবে।
ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশে শিক্ষার মান ব্যাপকভাবে পড়ে গেছে। এ খাতে ব্যয় ২ শতাংশেরও কম, যা আমাদের মতো দেশের মধ্যে সর্বনিম্ন। সংস্কারের দৃশ্যমান সুফল হলেই কেবল মানুষ নির্বাচন ও নির্বাচিত সরকার নিয়ে ধৈর্য ধরতে পারে। তিনি জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিবর্তে প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত শিক্ষার ওপর জোর দেন।
ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশিদের অভিবাসন খরচ নেপালের চেয়ে তিন গুণ বেশি, কিন্তু কেন? সেটা হলো দুর্নীতি। একটি সিন্ডিকেট প্রবাসী শ্রমিকদের টাকা খাচ্ছে। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ন ট্র্যাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও মানসম্মত নাগরিক সেবা প্রদানে চ্যালেঞ্জ তৈরি করেছে। এটি মধ্যম আয়ের ফাঁদ থেকে বাংলাদেশের উন্নীত হওয়ার আরেকটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।