Logo
Logo
×

অর্থনীতি

সয়াবিন তেলের দাম বাড়াল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

সয়াবিন তেলের দাম বাড়াল

ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী মিল মালিকদের সঙ্গে গত দুই দিনব্যাপী বৈঠক শেষে অবশেষে প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করল সরকার। প্রতি লিটার বোতলজাত খোলা সয়াবিন তেলে ৮ টাকা বাড়ানো হয়েছে। আজ সোমবার ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৬৭ টাকা। বর্তমানে তা ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা তেল ছিল ১৪৯ টাকা। বর্তমানে তা ১৫৭ টাকা করা হয়েছে। 

সম্প্রতি বিশ্ববাজারে দোহাই দিয়ে বাজারে বোতল জাত ভোজ্য তেলের সরবরাহ বন্ধ করে দেয় দেশের পরিশোধনকারী মিল মালিকেরা। এতে সরকার এক ধরনের নিরুপায় হয়েই দাম বাড়াতে বাধ্য হলো। 

এর আগে মিল মালিকদের প্রতিনিধিরা জানান, বিশ্ববাজারে দামের তুলনায় বর্তমানে প্রতি লিটারে দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এখন সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি তারা মেনে নেবেন। 

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় অনেকেই তা বিক্রি করছেন। অনেকে বোতল কেটে খোলা বাজারে তেল বিক্রি করছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন