পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
পাকিস্তানের কাছে থেকে সরকার ২৫ হাজার টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে। আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ। এবার এবার ভারতের পাশাপাশি কয়েক দশক পর ইসলামাদ থেকে এতো বিপুল পরিমাণে চিনি কিনল সরকার। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছ দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানাচ্ছে, গত অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে ৭৪ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য। আর ২০২১-২২ অর্থবছরে সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল ৮০ কোটি ডলার।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এতদিন সরাসরি কোনো কনটেইনার জাহাজসেবা ছিল না। তবে গত নভেম্বরে পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে।
দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা বলা হয়, পাকিস্তান বহু দশক পর এত বড় পরিমাণে ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে চিনি পাঠাচ্ছে। এরইমধ্যে সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৫৩০ ডলারে পৌঁছেছে। চলতি বছর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনে কমবেশি ৬ লাখ টন চিনির রপ্তানির পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। এর মধ্যে ৫০ হাজার টন চিনি কিনেছে থাইল্যান্ড।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জটিল এবং কখনও কখনও উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। রাজনৈতিক ও ঐতিহাসিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য কয়েক দশক ধরে সীমিত থাকলেও পুরোপুরি বন্ধ ছিল না। তবে নতুন করে ক্রয় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নতির দিকে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।