Logo
Logo
×

অর্থনীতি

'৫৭% ব্যবসায়ী মনে করেন কর সংক্রান্ত সেবা পেতে ঘুষ দিতে হয়'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

'৫৭% ব্যবসায়ী মনে করেন কর সংক্রান্ত সেবা পেতে ঘুষ দিতে হয়'

দেশে ব্যবসা পরিচালনায় ঘুষ লেনদেন আরও বেড়েছে। ৫৭ শতাংশের বেশি ব্যবসায়ী মনে করেন, কর সংক্রান্ত সেবা পেতে ঘুষ দিতে হয়। আগের বছর এ অভিযোগ ছিল ৪৭ দশমিক ৮ শতাংশ ব্যবসায়ীর। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত এক্সিকিউটিভ ওপেনিয়ন সার্ভে (ইওএস) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) সহায়তায়জারিপটি পরিচালিত হয়। গত এপ্রিল থেকে জুনের মধ্যে জরিপে তথ্য সংগ্রহ করা হয়। জরিপে সেবা খাত, শিল্প ও কৃষি খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নির্বাহীরা তাদের মতামত দেন। 

আজ রবিবার ‘বাংলাদেশের ব্যবসা পরিবেশ এবং প্রক্রিয়া; অর্ন্তবর্তী সরকারের জন্য এজেন্ডা’ শীর্ষক সংলাপে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। রাজধানীর হোটেল ব্র্যাক ইনে এ আয়োজনে সরকারের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও দেশি বিদেশি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সংলাপ পরিচালনা করেন। 

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জরিপ পরিচালনতায় নেতৃত্ব দেন। প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, 'ঘুষের প্রকৃত চিত্র হয়তো প্রতিবেদনে উঠা আসা তথ্যের চেয়ে বেশি। গত ৮ আগস্ট গঠিত অর্ন্তবর্তী সরকার সংস্কার এজেন্ডা নিয়েছে। গত সরকারের সময় ব্যবসা পরিবেশে লক্ষণীয় উন্নতি হয়নি। একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ব্যবসা-বাণিজ্য কুক্ষিগত ছিল। বিনিয়োগ ও বাণিজ্যে অনিশ্চয়তা ছিল।' 

 ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, ব্যবসা পরিচালনায় দুর্নীতি, আমলাদের অদক্ষতা, বিদেশি মুদ্রার বিনিময় হারের অস্থিতিশীলতা, মূল্যস্ফীতিসহ ১৭ ধরনের সমস্যার কথা তুলে ধরেন জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীরা। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন