Logo
Logo
×

অর্থনীতি

বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম

বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ গঠন করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বিশেষ এই টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে থাকবেন। 

এছাড়া বিশেষ এই টাস্কফোর্সে সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা/সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি (২ জন) এবং সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন