Logo
Logo
×

অর্থনীতি

ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, তদন্তের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম

ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, তদন্তের নির্দেশ

আওয়ামী লীগ সরকার পতনের পর দেড় মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে ইসলামী ব্যাংকের শেয়ারদর দ্বিগুণের বেশি হয়েছে। ব্যাংকটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছ থেকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন চেয়েছে। গত রবিবার ডিএসইর চিফ রেগুলেটরি অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র ও পরিচালক ফারহানা ফারুকী।

বিএসইসির দেওয়া চিঠিতে বলা হয়, গত ৬ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ারদর যে হারে বাড়ছে ‘অস্বাভাবিক’ ও ‘সন্দেহজনক’। শেয়ার লেনদেনে কোনো ধরনের ‘ইনসাইডার ট্রেডিং’, ‘কারসাজি’ বা অন্য কোনো ধরনের ‘অনিয়ম’ হয়েছে কি না, তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

আওয়ামী লীগ সরকারে থাকার সময় ফ্লোর প্রাইস ৩২ টাকা ৬০ পয়সায় ক্রেতা ছিল না। দুই বছরেরও বেশি সময় ধরেই একই চিত্র ছিল। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকটির শেয়ারে জোয়ার দেখা দেয়। ৩৪ কর্মদিবস পর শেয়ারদর ৭০ টাকা ছাড়িয়ে গেছে, দাম বেড়েছে ৩৭ টাকা ৮০ পয়সা বা ১১৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে গত ছয় কর্মদিবসে। গত ১৭ সেপ্টেম্বর দাম ছিল ৪৫ টাকা ৮০ পয়সা, বুধবার দাঁড়িয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।

২০১৭ সালে এস আলম গ্রুপের মালিকানায় যাওয়ার পর সাত বছরে এটিই ব্যাংকটির শেয়ারের সর্বোচ্চ দর। বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে এস আলম গ্রুপকে সরিয়ে দেয়। গভর্নর আহসান এইচ মনসুর ইসলামী ব্যাংকে বিদেশি মালিকানা আসার বিষয়ে কথা বলেছেন। এরপর থেকেই শুরু হয় এমন উত্থান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন