Logo
Logo
×

অর্থনীতি

১.১৭ শতাংশ মূল্যস্ফীতি কমেছে আগস্টে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

১.১৭ শতাংশ মূল্যস্ফীতি কমেছে আগস্টে

জুলাইয়ের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। সেটি ১ দশমিক ১৭ শতাংশ কমে আগস্টে  দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশে।

এছাড়া আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নেমে এসেছে ১১ দশমিক ৩৬ শতাংশে। জুলাইয়ে এটি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাইয়ে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। আগস্টে এটি সামান্য বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।

এর আগে গত জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল। যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। শিক্ষার্থীদের আন্দোলনের মাসে মূল্যস্ফীতি দুই অঙ্ক অতিক্রম করেছে। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৬ শতাংশে। গত জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল ১৪ শতাংশে। যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০১১ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ৩৬ শতাংশ। এরপর থেকে খাদ্য মূল্যস্ফীতি কখনোই ১৪ শতাংশের ওপরে ওঠেনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন