Logo
Logo
×

অর্থনীতি

দুদককে ঢেলে সাজানো প্রয়োজন: ইফতেখারুজ্জামান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৪:৪৫ পিএম

দুদককে ঢেলে সাজানো প্রয়োজন: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি ও অর্থ পাচার রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই দুদককে ঢেলে সাজানো প্রয়োজন। পাশাপাশি অর্থ পাচার রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের সিআইডি, অ্যাটর্নি জেনারেল ও জাতীয় রাজস্ব বোর্ডও ব্যর্থ হয়েছে। এসব প্রতিষ্ঠানকেও ঢেলে সাজাতে হবে।

আজ শনিবার রাজধানী চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ইফতেখারুজ্জামান বলেন, দলীয়করণের কারণে দুদকসহ কিছু প্রতিষ্ঠান দুর্বল হয়েছে। অতিরিক্ত দলীয়করণের কারণে এসব প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটিতে বাইরের চাপ ছিল। সৎ সাহস ও দৃঢ়তার ঘাটতি ছিল। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি অকার্যকর ছিল। দুদক ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটিকে ঢেলে সাজানো ছাড়া উপায় নেই। তবে দুদকে অনেক কর্মকর্তা আছেন, যাদের চেষ্টা ছিল, উদ্যোগ ছিল।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সাবেক ভূমিমন্ত্রীর সাইফুজ্জামানের লন্ডনে অর্থ পাচারের অভিযোগ ও তথ্য–উপাত্ত দুদক, বিএফআইইউ, সিআইডিতে দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা নেয়নি। পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। পাচার হওয়া অর্থ ফেরত আনতে রোডম্যাপ আছে। এর আগেও সিঙ্গাপুর থেকে অর্থ ফেরত আনা গেছে। তবে বিষয়টি সময়সাপেক্ষ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন