Logo
Logo
×

অর্থনীতি

ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ

চেয়ারম্যান হলেন ওবায়েদ উল্লাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৬:০৮ পিএম

চেয়ারম্যান হলেন ওবায়েদ উল্লাহ

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে। সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক খাতের বহুল সমালোচিত এস আলম গ্রুপের সব প্রতিনিধিকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগেই এস আলম ঘনিষ্ঠদের  ব্যাংকটি থেকে সরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভনর্র ড. আহসান এইচ মনসুর আজ বৃহস্পতিবার নিয়োগ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়া পরিচালক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় তৃতীয় হন। ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জের ছোট রাজপাড়ায় তার জন্ম।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন