Logo
Logo
×

অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হবে: গভর্নর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হবে: গভর্নর

গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকটির বেশির ভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে ছোট একটি বোর্ড গঠন করে দেওয়া হবে। বোর্ডে সব সদস্যরাই থাকবেন স্বতন্ত্র পরিচালক। পরবর্তীতে শেয়ার কেনার মাধ্যমে পরিচালকদের হাতে মালিকানা স্থানান্তর করা হবে।

আজ বুধবার এক সংবাদ সংবাদ সম্মেলন এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আহসান এইচ মনসুর আরও বলেন, দু-এক দিনের মধ্যেই একটি ছোট্ট বোর্ড গঠন করে দেওয়া হচ্ছে। যেহেতু বর্তমানে অধিকাংশ শেয়ার এস আলমের দখলে রয়েছে, তাই স্বতন্ত্র পরিচালক দিয়ে আপাতত ব্যাংক থেকে টিকিয়ে রাখা হবে। পরবর্তীতে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর, তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, এস আলম গ্রুপ ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয়। তারা ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে বিএসইসি এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন