বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন না মাসরুর রিয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৫:০৫ পিএম
মাসরুর রিয়াজ
মাসরুর রিয়াজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছেন।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৩ আগস্ট বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজকে নিয়োগ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তাঁর এই নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষ এবং বিএসইসির কর্মকর্তাদের একাংশ আপত্তি তোলে। তিনি সেই আপত্তির মুখে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে কিছুটা সময় নেন।
এদিকে মাসরুর রিয়াজের দায়িত্ব গ্রহণের অপারগতার বিষয়টি জানার পর বিএসইসির চেয়ারম্যান নিয়োগের জন্য নতুন করে যোগ্য ব্যক্তির খোঁজে নেমেছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে একাধিক ব্যক্তির তথ্য সংগ্রহ করছে মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
জানা গেছে, মাসরুর রিয়াজ আইএফসির বিআইসিএফ প্রজেক্টের টিম লিডার ছিলেন। তিনি পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান করেছেন। এছাড়া বিশ্বব্যাংকেও কাজ করেছেন। তবে তার বিরুদ্ধে বিশ্বব্যাংকে দুর্নীতির তদন্ত চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এছাড়া মাসরুর রিয়াজ বাংলাদেশ ব্যাংকের সাথেও কাজ করেছেন। সেখানেও ইনভয়েসিং বা এজাতীয় কিছু কাজে দুর্নীতি করেছেন বলেও অভিযোগ রয়েছে। আবার তিনি আওয়ামী লীগ সরকারের বিশ্বস্ত লোক ব্যাড কানেকশনের এবং মিস কন্ডাক্টের অভিযোগে অভিযুক্ত। তিনি রিজার্ভ চুরিতে খামখেয়ালির দায়ে অভিযুক্ত আতিউর রহমান বলয়ের লোক বলেও পরিচিত। এছাড়া তিনি সালমান এফ রহমানের ঘনিষ্ঠ বলে অভিযোগ আছে।