Logo
Logo
×

অর্থনীতি

মূল্যস্ফীতি ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ: বিবিএস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৯:৩৩ এএম

মূল্যস্ফীতি ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ: বিবিএস
জুলাই মাসে বাংলাদেশের মূল্যস্ফীতি ১৩ বছরের মধ্যে সর্বোচ্চে ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছে।
সোমবার (১২ আগস্ট) মূল্যস্ফীতির এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এর আগের মাস জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।
জুলাইয়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি রেকর্ড ১৪ দশমিক ১০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৮ শতাংশে দাঁড়িয়েছে। যা ২০২৪ সালের জুনে ছিল যথাক্রমে ১০ দশমিক ৪২ শতাংশ ও ৯ দশমিক ১৫ শতাংশ।
গত মে মাসে এই হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ।
জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অর্থনীতিকে পরিমাপযোগ্য করে তুলেছে, যার প্রভাব পড়েছে মুদ্রাস্ফীতিতে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন