Logo
Logo
×

অর্থনীতি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পুরো পরিবারের ব্যাংক হিসাব জব্দ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পুরো পরিবারের ব্যাংক হিসাব জব্দ

হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা

আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত বৃহস্পতিবার ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয় বলে বিএফআইইউয়ের একজন কর্মকর্তা জানান। 

ওই কর্মকর্তা বলেন, হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা এবং তাদের মেয়ে নাফিসা জুমইয়ানি মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে। ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন বলে খবর বেরিয়েছে। 

হাছান মাহমুদ এর আগে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০০৯ সালে প্রথম সংসদ সদস্য হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হন তিনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন