Logo
Logo
×

অর্থনীতি

কোটা আন্দোলনে সহিংসতা

বাংলাদেশের ক্রেডিট রেটিং কমিয়েছে এসঅ্যান্ডপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৬:৫৪ পিএম

বাংলাদেশের ক্রেডিট রেটিং কমিয়েছে এসঅ্যান্ডপি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমতে থাকা এবং কোটা আন্দোলনে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে বাংলাদেশের রেটিং কমিয়েছে 

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল। তারা বাংলাদেশের ক্রেডিট রেটিং বি বি মাইনাস থেকে বি প্লাসে নামিয়ে এনেছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়। 

এসঅ্যান্ডপি বলছে, বাংলাদেশে যে পরিমাণ ডলার আসছে এবং রিজার্ভ যা আছে তার চেয়ে বেশি ডলার প্রয়োজন। তবে রেটিং এজেন্সি সামগ্রিক অবস্থাকে স্থিতিশীল রেখেছে।

এসঅ্যান্ডপি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলেছে, শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ জর্জরিত। এতে ২০০ জনেরও বেশি মারা গেছেন বলে জানা গেছে। বাংলাদেশের 'অত্যন্ত সংঘাতময়' রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে।

এসঅ্যান্ডপির মতে, গত জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় আসে। প্রধান বিরোধী দল বিএনপি সেই নির্বাচন বর্জন করে। প্রভাবশালী দুটি দলের মধ্যে মতাদর্শগত পার্থক্য অনেক। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ ক্রমাগত কমছে। তারা মনে করছে, অবকাঠামোগত সংকট ও আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে এমনটি হতে পারে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন