Logo
Logo
×

অর্থনীতি

এক সপ্তাহেই রিজার্ভ কমল প্রায় দেড় বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০১:৩০ এএম

এক সপ্তাহেই রিজার্ভ কমল প্রায় দেড় বিলিয়ন ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) কাছে গত মে ও জুন মাসের জন্য ১৪২ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার কমে ২০ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে আইএমএফসহ বিভিন্ন উৎস থেকে বড় ঋণ পাওয়ার রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। ওই সময় নিট রিজার্ভ ছিল ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। এখন তা কমে হয়েছে ১৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। 

আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা এসিইউ’র সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। এটি বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লেনদেনের সুবিধা দেয়। সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি দুই মাস অন্তর আমদানির পরিমাণ র্নিধারণ করে থাকে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন