অবশেষে বাংলাদেশ ব্যাংক জানাল দেশের প্রকৃত রিজার্ভ কত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৬:৪৩ পিএম
অবশেষে দেশের ব্যয়যোগ্য রিজার্ভ কত তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, গত জুন শেষে নিট রিজার্ভ দাঁড়িয়েছে ১৬.০৩ বিলিয়ন ডলার। আর গ্রস রিজার্ভ ২৬.৮১ বিলিয়ন ডলার। এছাড়া এদিন বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২১.৮৩ বিলিয়ন ডলার।
গত বছরের জানুয়ারিতে আইএমএফ এর ঋণ পাওয়ার পর ২০২৩ সালের জুলাই থেকে বিপিএম৬ পদ্ধতির গ্রস রিজার্ভের তথ্য জানিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। তখন গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছিলেন, নিট রিজার্ভের তথ্য প্রকাশ করবেন না।
কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নিট রিজার্ভ ছিল তলানিতে। এজন্য সেটি বাংলাদেশ ব্যাংক প্রকাশ করতো না।
সম্প্রতি আইএমএফের তৃতীয় কিস্তি পেয়েছে বাংলাদেশ। এছাড়া অন্যান্য সংস্থা থেকে ঋণ পাওয়া পেছে। এই ঋণের ওপর ভর করে নিট রিজার্ভের কিছুটা উন্নতি হয়েছে। তাই ধারণ করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক নিট রিজার্ভের তথ্য প্রকাশ করল।