Logo
Logo
×

অর্থনীতি

ভারতীয়রা বাংলাদেশ থেকে ১০ মাসে দেশে পাঠিয়েছে ৫০.৬০ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

Icon

ইউএনবি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১১:৪৭ পিএম

ভারতীয়রা বাংলাদেশ থেকে ১০ মাসে দেশে পাঠিয়েছে ৫০.৬০ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে ৫০.৬০ মিলিয়ন ডলার নিজেদের দেশে নিয়ে গেছে বাংলাদেশে বসবাসরত ভারতীয়রা। একই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে মোট ১৩০.৫৮ মিলিয়ন ডলার বিদেশিরা নিজ নিজ দেশে নিয়ে গেছে।

ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদের এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়াও বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের বার্ষিক আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই বলে জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন।’

মন্ত্রী জানান, ভারত ৫০.৬০ মিলিয়ন ডলার, চীন ১৪.৫৬ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কা ১২.৭১ মিলিয়ন ডলার, জাপান ৬.৮৯ মিলিয়ন ডলার, কোরিয়ায় ৬.২১ মিলিয়ন ডলার, থাইল্যান্ড ৫.৩০ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য ৩.৫৯ মিলিয়ন ডলার, পাকিস্তান ৩.২৪ মিলিয়ন ডলার, মার্কিন যুক্তরাষ্ট্র ৩.১৭ মিলিয়ন ডলার, মালয়েশিয়া ২.৪০ মিলিয়ন ডলার এবং অন্যান্য দেশের নাগরিকরা তাদের দেশে নিয়েছেন ২১.৯২ মিলিয়ন ডলার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন