Logo
Logo
×

অর্থনীতি

খাদ্য মূল্যস্ফীতি আরও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৯:০৬ পিএম

খাদ্য মূল্যস্ফীতি আরও বেড়েছে
দেশে খাদ্য মূল্যস্ফীতি আরও বেড়েছে। এপ্রিলেও ছিল ১০.২২ শতাংশ, মে মাসে তা আরও বেড়ে হয়েছে ১০.৭৬ শতাংশ। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশ করা তথ্যে এ চিত্র দেখা গেছে।
বিবিএসের হালনাগাদ করা তথ্যে দেখা যায়, খাদ্য মূল্যস্ফীতির পাশাপাশি মে মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতিও কিছুটা বেড়েছে। এপ্রিলে যে  হার ছিল  ৯ দশমিক ৭৪ শতাংশ, মে মাসে তা হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।
তবে মে মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এপ্রিলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ, মে মাসে তা কিছুটা কমে হয়েছে ৯ দশমিক ১৯ শতাংশ ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন