Logo
Logo
×

অর্থনীতি

সৌদি-কাতার-আমেরিকা থেকে রেমিট্যান্স কমল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০১:০০ এএম

সৌদি-কাতার-আমেরিকা থেকে রেমিট্যান্স কমল

ফাইল ছবি

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে আমেরিকা, সৌদি আরব ও কাতার থেকে বৈধপথে প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সাময়িক হিসাবে দেখা গেছে, এ সময় শ্রমবাজার থেকে দেশে আসে এক হাজার ৭০৭ কোটি ডলার। 

বড় শ্রমবাজার সৌদি আরবের প্রবাসীরা গত বছরের চেয়ে এই সময়ে প্রায় ২৯ শতাংশ কম অর্থ পাঠিয়েছেন। আমেরিকা ও কাতারের প্রবাসীরা যথাক্রমে প্রায় ৩১ ও ২৪ ভাগ অর্থ কম পাঠিয়েছেন। কুয়েতের শ্রমবাজারেও আয় কমেছে ৭ শতাংশ। 

তবে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বেড়েছে ৪৮ ভাগ, ওমান থেকে ২৮ ভাগ এবং যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় বেড়েছে ৪৬ ভাগের বেশি। 

চলতি অর্থবছরের ৯ মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ৪৮ ভাগ। গত মাসে আয় বেড়ে এসেছে ২০৪ কোটি ডলার। আর চলতি মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৩৫ কোটি ৮৭ লাখ ডলার ।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন