নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পহেলা বৈশাখ উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পিএম
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দিনব্যাপী পহেলা বৈশাখ উদ্যাপিত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসবের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এছাড়া বিভিন্ন দূতাবাস এবং হাইকমিশনের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এদিন অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ধরনের ভর্তা এবং কাঁঠালের এঁচোড় ও বাঙালি খাবার প্রদর্শন করা হয়। এছাড়া পিঠা কর্নারে ঐতিহ্যবাহী মিষ্টি ছিল।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গায়ক, কবি এবং নৃত্যশিল্পীদের পাশাপাশি হাইকমিশনের কর্মকর্তারা সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং নৃত্যের মাধ্যমে বাংলার সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন।