Logo
Logo
×

কূটনীতি

চীন সফরে বিএনপিসহ ৮ দলের নেতারা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪ পিএম

চীন সফরে বিএনপিসহ ৮ দলের নেতারা

বিএনপিসহ আটটি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের একটি প্রতিনিধিদল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশে সফরে গেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্ব এই প্রতিনিধিদলে সাংবাদিকও রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্ব ২২ সদস্যের একটি প্রতিনিধিদল সেদেশ সফরে গেছেন। সোমবার রাত ১০টা ৪০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। বিএনপির নেতারা ছাড়াও তাদের যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা প্রতিনিধি দলে রয়েছেন।

মঈন খান ছাড়া প্রতিনিধিদলে বিএনপির পাঁচ নেতা হলেন আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

অন্য দলের নেতাদের মধ্যে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, জাতীয় পিপলস পার্টির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জাতীয় ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এছাড়া প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষক মো. নাহিয়ান সাজ্জাদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির চারজন নেতাও সফরে রয়েছেন। তাঁরা হলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক রাফি সালমান রিফাত, জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র তাহসিন রিয়াজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মিতু আক্তার। দুজন সাংবাদিকও এই দলে রয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন