Logo
Logo
×

কূটনীতি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ‘মহান শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারা) নানা আয়োজনে মহান শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।

দিনের সূচনা হয় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে। এরপর ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর সকালে দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভাষণ পাঠ করা হয়, যাতে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময়ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন