'মৈত্রী দিবস' একটি মাইলফলক, ঢাকা-দিল্লি সম্পর্কের চিরন্তন অনুপ্রেরণার উৎস: প্রণয় ভার্মা
ইউএনবি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা 'মৈত্রী দিবস'কে একটি মাইলফলক এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, উভয় দেশই একে অপরের অগ্রগতি ও সমৃদ্ধিতে গভীর অংশীদারিত্ব রয়েছে এবং তিনি জনগণকে এই সম্পর্কের ভিত্তি হিসাবে বর্ণনা করেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দশ দিন আগে ভারত বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম জাতি হিসাবে স্বীকৃতি দেওয়ার দিন ‘মৈত্রী দিবস‘। এই দিবসটির ৫৩তম বার্ষিকী উপলক্ষে ভারতীয় হাই কমিশন ৬ ডিসেম্বর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে একটি সংগীত সন্ধ্যার আয়োজন করে।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যত রক্ষক হিসাবে যুবসমাজকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সে বিষয়ে তিনি বিশেষভাবে জোর দেন। হাইকমিশনার যোগাযোগ, সংস্কৃতি ও বাণিজ্যের ক্ষেত্রে আরও জোরালো সংযোগের মাধ্যমে দু'দেশের মধ্যে বিদ্যমান আন্তঃনির্ভরশীলতা আরও জোরদার করার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থী ও যুবক-যুবতীদের ব্যাপক সমাগম ঘটে। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছিল।