Logo
Logo
×

কূটনীতি

কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিক জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরছেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিক জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরছেন

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ওই দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। কলকাতার মিশনপ্রধান আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাইকমিশনারও আজ ঢাকায় ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত মঙ্গলবার কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার কলকাতা থেকে  শিকদার মো. আশরাফুর রহমান ঢাকায় ফিরেছেন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বিকেলে দেখা করেছেন। তিনি কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমান ঢাকার পথে রওনা হয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন