Logo
Logo
×

কূটনীতি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সফরে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’ বলে যে মন্তব্য করেছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবাদ জানায়।

এই প্রতিবাদলিপির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গুরুতর সংশয়, গভীর আঘাত ও চরম অসন্তোষের কথা জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে রাজনৈতিক নেতাদেরকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ন করে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন