Logo
Logo
×

কূটনীতি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাবে: ভারতীয় হাই কমিশনার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাবে: ভারতীয় হাই কমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, যে কথা আমি আগেও বলেছি, দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য জন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত আছি। বহুমুখী খাতের এই সম্পর্ককে এগিয়ে নিতে, আমরা আমাদের সম্পৃক্ততা অব্যাহত রাখব। আপনারা জানেন, আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক। আগামী দিনগুলোকে সেটাকে এগিয়ে নেওয়ার প্রতীক্ষায় আছি।

আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিস্তৃত পরিসরে আলোচনা হওয়ার কথা বলেন তিনি। 

তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। বলেন, এ নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এরপর তিনি ডায়াস ছেড়ে চলে যান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন