ভারতে বাংলাদেশের কূটনীতিক শাবান মাহমুদ ও রঞ্জন সেনকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৬:০৮ পিএম
ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) শাবান মাহমুদ ও কলকাতায় বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ গত ১৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই শাবান মাহমুদকে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর পদ ছাড়তে বলা হয়েছে। তবে রঞ্জন সেন গতকাল রবিবার তাঁর চুক্তির মেয়াদ শেষ আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। শাবান মাহমুদ এবং রঞ্জন সেন উভয়ই শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন।