Logo
Logo
×

কূটনীতি

বাংলাদেশে সহিংসতা বৃদ্ধির তদন্ত চায় জার্মানি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৮:১৯ পিএম

বাংলাদেশে সহিংসতা বৃদ্ধির তদন্ত চায় জার্মানি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির তদন্ত চায় জার্মানি। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) জার্মানির পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্তের আহ্বান করে।

জার্মানির পররাষ্ট্র দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, বাংলাদেশে ইন্টারনেট বিভ্রাট হয়তো তুলে নেওয়া যেতো। যাই হোক, সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা বৃদ্ধির তদন্ত করা প্রয়োজন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবশ্যই যথাযথ প্রক্রিয়ার আওতায় আনা উচিত।

এদিকে জার্মানির পররাষ্ট্র দপ্তরের ওই পোস্টটি শেয়ার করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন