Logo
Logo
×

কূটনীতি

বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান দেখতে চায় বাংলাদেশের বন্ধু ও অংশীদাররা: ইইউ রাষ্ট্রদূত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৩:০৩ পিএম

বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান দেখতে চায় বাংলাদেশের বন্ধু ও অংশীদাররা: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি

বাংলাদেশের সব বন্ধু ও অংশীদার বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান এবং আরও সহিংসতা ও রক্তপাত এড়াতে চায়। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

এই রাষ্ট্রদূত বলেন, এই সপ্তাহে আমি অনেক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে দেখা করেছি। আগামী সপ্তাহে তারা ইউরোপে পড়তে  আগে সব বাংলাদেশি ইরাসমাস স্কলারদের একসঙ্গে করবেন। সব বন্ধু ও অংশীদার বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান এবং আরও সহিংসতা ও রক্তপাত এড়াতে চায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন