Logo
Logo
×

কূটনীতি

গাড়ি ছেড়ে পায়ে হেঁটে স্পিকারের সাথে দেখা করতে গেলেন ইইউ রাষ্ট্রদূত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৭:৫৮ পিএম

গাড়ি ছেড়ে পায়ে হেঁটে স্পিকারের সাথে দেখা করতে গেলেন ইইউ রাষ্ট্রদূত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশব্যাপী 'বাংলা ব্লকেড' পালন করছেন শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলছে না। আর এ কারণে আজ বুধবার সংসদে শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যেতে গিয়ে বিপদে পড়েন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পরে হেঁটে এবং সিএনজি অটোরিকশায় সংসদে পৌঁছান এই রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে হেঁটে নিচে নামছেন। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি সংসদে পৌঁছান তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে তার সহকারী ছিলেন। 

ভিডিওর ক্যাপশনে চার্লস হোয়াইটলি লেখেন, ‘আমরা প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি। সিএনজি ব্যবহার করে মাননীয় স্পিকারের ডাকে সাড়া দিয়েছি।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন