Logo
Logo
×

সারাদেশ

কুয়েটের সব হল আজই খুলে দেওয়া হচ্ছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পিএম

কুয়েটের সব হল আজই খুলে দেওয়া হচ্ছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল আজই খুলে দেওয়া হচ্ছে। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কুয়েট সিন্ডিকেটের ১০২তম (জরুরি) সভায় হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম (জরুরি সভার সিদ্ধান্তে মোতাবেক আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম চালু করা এবং ২ মে আবাসিক হলসমূহ খোলার বিষয়ে বলা হয়। বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (জরুরী) সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ২ মে এর পরিবর্তে আজ বিকেলে খোলা হবে।

এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার। তবে তার সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। 

আজ সকাল পৌনে ১০টার দিকে কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান উপদেষ্টা। সেখানে প্রায় তিনি  আধঘণ্টা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন, তবে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। 

শিক্ষার্থীরা জানান, তাদের প্রাথমিক ছয় দফা দাবি থেকে এখন একমাত্র দাবি ভিসির পদত্যাগ। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

আলোচনা শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, ‘এটা দুঃখজনক যে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছেছে। শিক্ষার্থীরা তাৎক্ষণিক ঘোষণা চান, যাতে তারা অনশন ভাঙতে পারেন। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি, আইনি প্রক্রিয়া মেনে সমাধান করতে হবে। আমি মনে করি, কিছুটা হলেও তাদের আস্থা অর্জন করতে পেরেছি।’ 

এ সময় উপদেষ্টা অসুস্থ শিক্ষার্থীদের পানি পান করার এবং অনশন ভাঙার অনুরোধ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।=

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন