মানিকগঞ্জে শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পয়লা বৈশাখে ঢাকায় শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণে মানবেন্দ্রের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শেখ হাসিনার মুখাকৃতি বানাননি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। জাহিদ মালিকের অনুসারী আওয়ামী সমর্থকরা এই ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয় অনেকে মনে করছেন।
আগুনে মানবেন্দ্রের বাড়ির একটি ঘর প্রায় পুরোটা পুড়ে গেছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে জনসাধারণের উপস্থিতি সীমিত করে রেখেছে। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।