খুলনা সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম ওরফে খালেদকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, খালেদের বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।