আদালত পুলিশের মালখানার গ্রিল ভেঙে টাকা-স্বর্ণালঙ্কার চুরি

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
নাটোরে আদালত পুলিশের মালখানা কর্মকর্তার রুমের জানালার গ্রিল ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় চুরির ঘটনাটি ঘটে। আজ শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তা জানাজানি হয়।
জানা গেছে, নাটোর সার্কেলের অধীন থানাগুলোর অস্ত্র ও আলামত সংরক্ষণ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পুলিশ স্বর্ণালংকার ও টাকা চুরির বিষয়টি নিশ্চিত করলেও কি পরিমাণ চুরি হয়েছে, তা খতিয়ে দেখছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চোর আদালত পুলিশের রুমের জানালার গ্রিল ভেঙে ফেলেছে। চুরি হওয়া সামগ্রীর তালিকায় টাকা ও স্বর্ণালংকার রয়েছে। এখনও গুরুত্বপূর্ণ নথি চুরির তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আদালত চত্বরে এ ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে তিনজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।