নারায়ণগঞ্জে পুকুর থেকে দুই নারী ও শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পিএম

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি বড়বাড়ি এলাকার একটি পুকুর থেকে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম সংবাদমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিজমিজি এলাকার ওই পুকুরে বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
থানা সূত্রে জানা গেছে, থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দলটি ঘটনার তদন্ত ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে।