Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে মন্তব্য, আশুলিয়ায় ইমাম গ্রেপ্তার

Icon

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:২৯ পিএম

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে মন্তব্য, আশুলিয়ায় ইমাম গ্রেপ্তার

গ্রেপ্তার মুফতি এবাদুল ইসলাম ফরিদী। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে হওয়া মামলায় এক ইমামকে গ্রেপ্তার করেছে ঢাকার সাভারের আশুলিয়া থানা পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আশুলিয়া থানার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়।

মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ–সভাপতি আতাউর রাহিম। তিনি এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তিনি জানান, ওই কমেন্ট নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ তৈরি হয় এবং এতে ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ কারণে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন