Logo
Logo
×

সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ-সমাবেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ-সমাবেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী স্বেচ্ছাসেবী পরিবার। আজ রবিবার যোহরের নামাজের পর ফেনী স্বেচ্ছাসেবী পরিবারের প্রতিনিধি ওসমান গনি রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী শহরের জহিরিয়া মসজিদ থেকে বের হয়ে খেজুর চত্বর, শহীদ মিনার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার? ‘আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই ও একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। 

তারা আরও বলেন, মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের পুরোনো ঐতিহ্য।

বিক্ষোভ-সমাবেশে ’ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই’ ’জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ’এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’ ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন