Logo
Logo
×

সারাদেশ

উখিয়ায় জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাই-বোনের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম

উখিয়ায় জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাই-বোনের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের উখিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই-বোনদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

নিহতরা হলেন—কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং চাচাতো বোন শাহিনা বেগম।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরিফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন