Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

ইউএনবি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পিএম

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে সেচ পাম্পে গোসল করতে চাওয়ায় মো. আশিক হোসেন (১৫) নামে এক কিশোরকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ পৌরশহরের হোসেনপুর মহল্লায় পুরাতন ফেরিঘাট বালুর পয়েন্ট এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. আশিক হোসেন হোসেনপুর ওয়াপদা বাঁধ মহল্লার দুলাল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন। অভিযুক্তরা হলেন— হোসেনপুর বউবাজার এলাকার আল-আমিন ও তার ছেলে রিফাত।

স্থানীয়রা জানায়, আল-আমিনের সেচ পাম্পে গোসল করার জন্য যায় আশিক। এ সময় আল-আমিন ও তার ছেলে রিফাত নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আশিকের ঘাড়ে বাঁশ দিয়ে সজোরে আঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় আশিক।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনার পর বাবা ও ছেলে পালিয়ে গেছে। আশিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন