Logo
Logo
×

সারাদেশ

আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম

আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই, আমরা এখানে সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবেই আমরা সবাই ব্রহ্মপুত্র নদের তীরে এসেছি। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্যস্নানোৎসব পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে। বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আশপাশে দেখবেন কীভাবে কী ঘটছে। এছাড়াও আমাদের এই বাংলাদেশে সবাই একসঙ্গে কাজ করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্যবারের তুলনায় এবার নদের পানি ভালো ছিল। নদ যেন সবসময় ভালো থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পুণ্যার্থীদের সংখ্যাও অনেক বেশি। আমাদের সব রকমের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেইসঙ্গে সবরকমের ব্যবস্থা রয়েছে সেবা দেওয়ার জন্য।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন