Logo
Logo
×

সারাদেশ

মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাইয়ের যোদ্ধা হৃদয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম

মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাইয়ের যোদ্ধা হৃদয়

জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদয় উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক আনসার হাওলাদারের ছেলে।

হৃদয়ের পরিবার জানায়, হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করত। জুলাই বিপ্লবে ঢাকার রাজপথে আন্দোলনে অংশ নেয় সে। ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে মাথায় সে গুরুতর আহত হয়। তার মাথায় তিনটি গুলি বিদ্ধ হয়।

হৃদয়ের পরিবার আরও জানায়, তৎকালীন সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়ে সে লুকিয়ে চিকিৎসা নেয়। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা মেডিকেলে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা তার মাথা থেকে দুটি গুলি অপসারণ করতে পারলেও আশঙ্কাজনক অবস্থার কারণে একটি গুলি বের করতে পারেননি।

হৃদয়ের পরিবার আরও জানায়, ফলে হৃদয় পুরোপুরি সুস্থ হতে পারেননি। তিনি বিভিন্ন সময়ে অস্থির হয়ে পড়তেন এবং তার প্রচণ্ড জ্বর উঠত। গত বুধবার তিনি আবারও অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের রিকশা ও একটি গরু বিক্রি করে যতটা পেরেছি চেষ্টা করেছি। মাথার তিনটি গুলির দুটি বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা, কিন্তু একটি গুলি বের করা সম্ভব হয়নি। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা গেলে আমার ছেলে বেঁচে যেত।

হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, দীর্ঘদিন ধরে হৃদয় অসুস্থ ছিল। ওর মাথার ভিতরে একটি গুলি ছিল, যেটি চিকিৎসকেরা বের করতে পারেননি। এতে ওর প্রচণ্ড ব্যথা হতো, জ্বর উঠত। কেউ উন্নত চিকিৎসার জন্য সাহায্যে এগিয়ে আসেনি। চিকিৎসার অভাবেই আমার ভাই মারা গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. রউফ বলেন, দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। তবে পরিবার যথাসময়ে তাকে বরিশাল নিয়ে যেতে পারেনি। বেলা তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন