Logo
Logo
×

সারাদেশ

শরীয়তপুরে আধিপত্য বিরোধে সংঘর্ষ, মাঠজুড়ে হাতবোমার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০১:৫২ পিএম

শরীয়তপুরে আধিপত্য বিরোধে সংঘর্ষ, মাঠজুড়ে হাতবোমার বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শনিবার সকালে শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হেলমেট পরা ব্যক্তিরা বালতি থেকে হাতবোমা ছুড়তে দেখা যায়।

দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের অনুসারীদের মধ্যে। সংঘর্ষে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি দুলাল আখন্দ জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন