Logo
Logo
×

সারাদেশ

কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম

কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে সাজেদুর রহমান মিলন (৪২) নামের এক কারারক্ষীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে জেলা কারাগারের নিচ তলার একটি ব্যারাকের ভেতরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। সাজেদুর রহমান শেরপুর জেলার শ্রিবর্ধি থানার সাইফুল ইসলামের ছেলে।  

জেলরক্ষী ও পরিবার সূত্রে জানা গেছে, কারারক্ষী সাজেদুর রহমানের গতকাল দুপুর ১২টায় ডিউটি শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। ডিউটি শেষ হলেও তিনি বাসায় না যাওয়ায় তাঁর স্ত্রী ফাহিমা বেগম তাকে খোঁজ করতে কারাগারে আসেন। অনেক খোঁজাখুজির পর নিচ তলার একটি ব্যারাকের দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জেলরক্ষীরা ও তার স্ত্রী। এসময় তাঁকে নামিয়ে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কারারক্ষী সাজেদুর রহমানের স্ত্রী ফাহিমা বেগম জানান, তার স্বামী সাজেদুর রহমান বেশ কিছুদিন অসুস্থ ছিল। আর সে জন্য তিনি জেলার লাভলু স্যারের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু লাভলু স্যার ছুটি না দিয়ে উল্টো আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বান্দরবান বদলি করিয়ে দিবেন বলে হুমকি-ধমকি দেন। স্যার যদি আমার স্বামীকে ছুটি দিতো তবে এমনটি আজ হতো না।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শুভ সাহা জানান, সন্ধ্যার পরে সাজেদুর রহমান নামে কারারক্ষীকে মৃত নিয়ে আসা হয়। তাঁর গলার পেছন দিকে দাগ ছিল। 

পটুয়াখালীর জেলার মো. লাভলু জানান, সাজেদুর রহমান অসুস্থ থাকার কারণে কয়েকদিন আগেও ছুটিতে ছিল। গালিগালাজের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি সাজেদুর রহমানকে কোনো ধরনের গালিগালাজ করিনি। সে আমার সহকর্মী তাকে কেন গালিগালাজ করব আমি?

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন