Logo
Logo
×

সারাদেশ

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল বন্ধ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০২:৩১ পিএম

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল বন্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি সাতখামাইর এলাকায় পৌঁছালে এর জেনারেটর বগিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রায় ৪৫ মিনিটের মধ্যে পুরোপুরি নিভিয়ে ফেলে।

তিনি আরও বলেন, "ইঞ্জিনের অতিরিক্ত গরম থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।"

দুর্ঘটনার সময় ট্রেনটিতে যাত্রী ছিল, তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে অন্য বগিতে আগুন ছড়ায়নি এবং কারো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পাওয়ার কারটি পাশের একটি স্টেশনে সরিয়ে নিয়ে ইঞ্জিন পরিবর্তনের প্রস্তুতি চলছে।

এদিকে, জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন