Logo
Logo
×

সারাদেশ

বাস-মিনিবাস সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১০:২০ এএম

বাস-মিনিবাস সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যেপাঁচন হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মো. পারভেজের ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), পদুয়া ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার ছাত্তারের ছেলে ছিদ্দিক।

অন্য দুইজনের নাম এখনও জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সকালে মহাসড়কে বাস-মিনিবাস সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।’ হতাহতদের   উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন