Logo
Logo
×

সারাদেশ

আগুনে পুড়ল ১৭ কৃষকের পাকা গমের খেত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম

আগুনে পুড়ল ১৭ কৃষকের পাকা গমের খেত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৭ জন কৃষকের ২৫ বিঘা পাকা গমের খেত আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার ঈদুল ফিতরের দিন বিকেলে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ বনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বনগাঁও গ্রামের আফজাল হোসেনের ছেলে সাব্বির তার পাকা গম জমি থেকে কেটে বাড়ি নিয়ে যায়। পরে তিনি জমিতে পড়ে থাকা পরিত্যক্ত গমের নাড়া ছাই করে জমিতে সার হিসেবে ব্যবহারের জন্য আগুন জ্বালিয়ে দেয়। খরা আবহাওয়া ও হালকা বাতাসে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা ১৭ জন কৃষককের ২৫ বিঘার মতো পাকা গমের খেতে আগুন ছড়িয়ে পড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও কৃষক ফিরোজ আলম, আব্বাস আলী, গোলাম রব্বানী, কামরুজ্জামান ও আব্দুল হালিমসহ ১৭ জনের ২৫ বিঘা মতো জমির সব গম পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ আলম বলেন, ‘হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ঘরে তুলবো কিন্তু একজনের ভুলের কারণে সব শেষ হয়ে গেল।’

আরেক কৃষক গোলাম রব্বানী কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি গতকাল সারা দিন শ্রমিক লাগিয়ে জমি থেকে গম কাটিয়েছি। ভেবেছিলাম ঈদের পরের দিন ফসল ঘরে তুলবো। গম বিক্রি করে সংসারের অভাব মিটাবো। কিন্তু চোখের সামনে জমিতে থাকা কাটা গম পুড়ে ছাই হয়ে গেল। জমিতে এখন পুড়ে যাওয়া ফসলের ছাই।’

বনগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, এখানে প্রায় ৯ একর জমির গমের ফসল পুড়ে গেছে। কৃষকেরা কয়েক লাখ টাকার ক্ষতির মুখে পড়ল।

উপজেলা কৃষি কর্মকর্তা সহীদুল ইসলাম বলেন, ‘ওই ব্লকের উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের কৃষি অফিস থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন