চুরির অভিযোগে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার কুড়াইতলী এলাকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে দুই সহোদর ভাই প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন রাকিব (২৫) ও সাকিব (২০), করতেতৈল এলাকার বাসিন্দা আশ্রাফ উদ্দিন ও রাবেয়া খাতুনের সন্তান।
ঘটনার সূত্রপাত সোমবার ভোরে। স্থানীয়রা সন্দেহ করেন, কুড়াইতলী এলাকায় দুটি অটোরিকশার ব্যাটারি চুরি হচ্ছিল। তারা হিমেল নামে একজনকে ধরে ফেলেন, যদিও আরেকজন পালিয়ে যায়। হিমেলকে আটকে রেখে স্থানীয়রা মারধর করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় বিকেলে রাকিব-সাকিবসহ কয়েকজন কুড়াইতলী এলাকায় যান এবং এক অটোরিকশাচালককে মারধর করেন। এর জের ধরে সন্ধ্যায় রাকিব ও সাকিব আবার এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তারা গণপিটুনির শিকার হন এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার শিকার হন।
সাকিবকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। রাকিবকে ঢাকায় নেওয়ার সময় তিনিও পথেই মারা যান। দুজনের মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।
চিকিৎসক সুদীপ কুমার সাহা জানিয়েছেন, দুই ভাইয়ের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও শরীরে মারধরের চিহ্ন ছিল। পলাশ থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।